বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশ

হাটহাজারীতে হেফাজত নেতার মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ, আলোচনায় সমাধান

 

রাউজানে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম-রাঙ্গামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন হাটহাজারীর স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ শুরু হয়।
জানা যায়, গত ৭ অক্টোবর রাউজানে ওই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় মামলা গ্রহণে বিলম্ব ও চালক-বাস মালিক সমিতির সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ কর্মীরা অবরোধে নামেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি দেখা দেয়।
অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানার ওসি মঞ্জুর কাদের ভুইঁয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন।
আলোচনায় বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা নগদ সহায়তা এবং সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। উপজেলা প্রশাসন থেকেও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ফলপ্রসূ আলোচনার পর আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।


সম্পর্কিত খবর