বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃষি

বিশ্ব লায়ন্স দিবস উপলক্ষে সাতকানিয়ায় গাছের চারা রোপণ

 

বিশ্ব লায়ন্স দিবস ও অক্টোবর সার্ভিস প্রোগ্রাম ২০২৫ পালন উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর ) দুপুরে উপজেলার দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় লায়ন্স ক্লাব অফ ঢাকা এন্জেল ও লায়ন ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ১ বাংলাদেশের উদ্যোগে এ গাছের চারা রোপণ করা হয়।

গাছের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদ‍্য সাবেক প্রেসিডেন্ট এবং দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম‍্যনেজিং কমিটির সভাপতি মোহাম্মাদ লোকমান হাকিম মানিক পিএমজেএফ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সওদাগর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিমুন্নেছা, স্থানীয় বিএনপি নেতা আবদুর সবুর, বিদ‍্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকবৃন্দসহ ছাত্র ছাত্রীরা।

প্রধান অতিথি মোহাম্মাদ লোকমান হাকিম মানিক পিএমজেএফ বলেন, বৃক্ষরোপণ মানে জীবনের রোপণ। বৃক্ষ রোপণ শুধু পরিবেশ নয়, আমাদের ঠিকে থাকা ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার অন্যতম উপায়। তাই আসুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হলে নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত করতে হবে। যেটা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লায়ন সদস্যগণ নিরলসভাবে এ ধরনের কাজ করে যাচ্ছেন।


সম্পর্কিত খবর