বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

ডাকসু জিএস এস এম ফরহাদকে লংগদুতে গণসংবর্ধনা

দুর্গম পাহাড় থেকে উঠে আসা নেতৃত্বের প্রশংসা; বিশ্ববিদ্যালয় সংস্কারের অঙ্গীকার জিএস’র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এবং রাঙামাটির লংগদু উপজেলার কৃতী সন্তান এস এম ফরহাদকে গণসংবর্ধনা জানিয়েছে উপজেলা সর্বসাধারণ।

​বুধবার ০৮ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ডাকসুর মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ​উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথির আসনে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাথাঁছড়া বাইতুশরফের সুপার মাওলানা ফুরকান আহম্মেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মতিন সহ অন্যান্য নেতাকর্মী ও কর্মীবৃন্দ।

​সংবর্ধিত অতিথি এস এম ফরহাদ হোসেন তাঁর বক্তব্যে আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি এলাকার সন্তান, এখানেই আমার বেড়ে ওঠা। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস হতে পেরেছি। দুর্গম পাহাড় থেকে উঠে এসে এই অবস্থানে আসা খুবই কষ্টসাধ্য ব্যাপার।”
​তিনি আরও বলেন, এই এলাকা থেকে তাঁর মতো আরও নেতৃত্ব তৈরি হোক, এমনটাই তাঁর একান্ত কামনা। বিশ্ববিদ্যালয়ে যা যা সংস্কারের কথা তিনি দিয়েছেন, সকলের সহযোগিতায় ইন্সাআল্লাহ তা পালন করে যাবেন বলেও তিনি অঙ্গীকার করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধনা অতিথিরা ডাকসু জিএস ফরহাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


সম্পর্কিত খবর