বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

জুলাই ঘোষণাপত্র গেজেট না হলে জুলাই আন্দোলনের কর্মীদের অপরাধী করা হবে — নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম বলেছেন, “২৮ অক্টোবর ২০০৬ সালের লগী বৈঠার তাণ্ডবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। এরপর থেকে দেশ ফ্যাসিবাদের শাসনে ছিল। তাই জুলাই ঘোষণাপত্র যদি গেজেট আকারে প্রকাশ না করা হয় এবং শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন না করা হয়, তাহলে রাজনৈতিক পরিবর্তন ঘটলেই জুলাই আন্দোলনে সম্পৃক্তদের অপরাধী হিসেবে ঘোষণা করা হবে।”

তিনি অচিরেই জুলাই ঘোষণাপত্র গেজেট আকারে প্রকাশের দাবি জানান।
৮ অক্টোবর সন্ধ্যায় হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলা উদ্দিন সিকদার। তিনি বলেন, “আজ জামায়াতের পাঁচ দফা দাবিই জনগণের দাবি হিসেবে প্রতিফলিত হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি ও ভোট জালিয়াতি বন্ধ হবে। যারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে, তাদের উদ্দেশ্য কেন্দ্র দখল করা।”

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী। তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে আমরা বৈষম্যহীন সমাজ গঠনে ব্যর্থ হয়েছি। আগামীর বাংলাদেশ হতে হবে ন্যায়ভিত্তিক, মানবিক ও ঐক্যমতের দেশ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা শুরা সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম ও মাওলানা জামাল হোসাইন, মহানগর ওলামা পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা মিয়া মো. শরীফ হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটহাজারী উপজেলা সভাপতি মাওলানা আতিউল্লাহ নুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উত্তর জেলা সহসভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার,দৈনিক সংগ্রাম ও দৈনিক চট্টগ্রাম পোস্টের হাটহাজারী প্রতিনিধি মো: একরামুল হক,হাটহাজারী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক ঐক্যপরিষদের সম্পাদক সাংবাদিক মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

জামায়াতের পাঁচ দফা দাবি:
১️ জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন,
২️ নির্বাচন পিআর পদ্ধতিতে সম্পন্ন করা,
৩️ সুষ্ঠু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা,
৪️ গণহত্যার বিচার দৃশ্যমান করা,
৫️ বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদী সহযোগী দলগুলোর বিচার করা এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।
নেতারা এসব দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান।


সম্পর্কিত খবর