ঢাকা | বঙ্গাব্দ

বাঘাইছড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 6, 2025 ইং
বাঘাইছড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বাঘাইছড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
ad728
আনোয়ার হোসেন  (বাঘাইছড়ি প্রতিনিধি) 
 ‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক কাউন্সিল উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

সভায় সভাপতিত্ব করেন রূপালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রক্ষা কুমার চাকমা। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান। আলোচনায় বক্তারা শিক্ষকদের দীর্ঘদিনের অবদান ও দায়িত্ববোধকে কৃতজ্ঞতায় স্মরণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন। শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং কণ্ঠভোটে শিক্ষক কাউন্সিলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভাপতি নির্বাচিত হন সবুজ জ্যোতি চাকমা এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড