চট্টগ্রামের পটিয়া উপজেলা কেলিশহর ইউনিয়নের রতনপুর গ্রাম হতে একটি অজগর সাপ উদ্ধার করেন বন্য প্রাণী প্রেমীর দল।
ঘটনা ঘটে ৪জুলাই শুক্রবার দুপুর ১২টায় রতনপুর এলাকায়।স্হানীয়রা জানান মোহাম্মদ বেলালের ঘরে সাপটি দেখতে পেয়ে লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯তে ফোন দেন। ৯৯৯থেকে ফোন পেয়ে বন্য প্রাণী প্রেমী নাঈম উদ্দিন বিজয় ও তার দলের সদস্যদের নিয়ে ১ঘন্টার মধ্য ঘটনা স্হলে উপস্থিত হয়ে
বেলালের ঘর হতে ৯ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করে পরে অবমুক্ত করা হয়।খাদ্যর অভাবে সাপটি বনজঙ্গল হতে লোকালয়ে প্রবেশ করেন বলে জানান বন্য প্রাণী প্রেমী নাঈম উদ্দিন।সাপটি দেখতে উৎসুক জনতার ভীড় জমতে দেখা যায়।
বন্য প্রাণী প্রেমী নাঈম উদ্দিন বিজয় জানান, জাতীয় জরুরি সেবা হতে কল পেয়ে দ্রুত তার টিম নিয়ে ঘটনা স্হলে পৌঁছে এই সাপটি উদ্ধার করে। তিনি ২০২০ সাল হতে বন্য প্রাণী নিয়ে কাজ করেন। এই পর্যন্ত ৩শর অধিক বন্য প্রাণী উদ্ধার করে পরে চিকিৎসা সেবা দিয়ে অবমুক্ত করা হয়।প্রকৃতির ভারসাম্য রক্ষার ভুমিকায় বন্য প্রাণীর অবদান বেশী, তাই লেখা পড়ার পাশাপাশি বন্যপ্রাণী নিয়ে গবেষণা করি।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.