রবিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশ

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রেহান উদ্দিন সোহাগ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় আপ লাইনে  চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত সোহাগ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি জোরারগঞ্জ এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা জানান, সোহাগ স্থানীয় মামা ফকির আস্তানা এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন তার মুখোমুখি অবস্থায় চলে এলে তিনি সেখান থেকে সটকে পড়তে না পেরে ট্রেনের নিচে কাটা পাড়ে ঘটনা চলে তার মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। দেহের বিভিন্ন অংশ রেললাইনের দুই পাশে ছড়িয়ে পড়ে। কিছু অংশ উদ্ধার করা গেলেও, বাকিগুলো আর পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের দেহাবশেষ উদ্ধার করে সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো.আশরাফ সিদ্দিক বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং নিহতের দেহাবশেষ উদ্ধার করি। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


সম্পর্কিত খবর