শুক্রবার , ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

জামায়াত মওদুদির ইসলাম আর নেজামে ইসলাম মদিনার ইসলাম : মুহিব্বুল্লাহ বাবুনগরী

হাটহাজারীতে দেশের প্রথিতযশা আলেম, সাবেক হেফাজত আমীর ও হাটহাজারী মাদরাসার সাবেক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হাটহাজারী ডাক বাংলো চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) স্মারক প্রকাশনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়, এটি মওদুদির ইসলাম; আর নেজামে ইসলাম হচ্ছে মদিনার ইসলাম। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কাদিয়ানীর চেয়েও খারাপ। যদি জামায়াত ক্ষমতায় আসে তবে কওমি মাদরাসার উপর হস্তক্ষেপ করবে। তিনি অভিযোগ করে বলেন, ফটিকছড়ি গোদার পাড়ে এক মাহফিলে শিবিরের অস্ত্রধারী ক্যাডাররা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ও আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর ওপর হামলা চালিয়েছিলো, যখন তাঁরা সাহাবায়ে কেরামের শান-মান নিয়ে আলোচনা করছিলেন। এটাই জামায়াত-শিবিরের প্রকৃত বৈশিষ্ট্য।

বক্তারা আরও বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর পারিবারিক পরিচিতি, শিক্ষা-দীক্ষা, শৈশব, হাদিস শাস্ত্রে তাঁর অবদান, হাটহাজারীতে তাঁর দীর্ঘ কর্মজীবন, ধর্মীয় ইস্যুতে তাঁর আন্দোলন-সংগ্রাম, আপোষহীনতা এবং বিশেষত আওয়ামী ফ্যাসিবাদ ও নাস্তিক্যবাদের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন একজন বরেণ্য আলিমে দ্বীন, যিনি ইসলামের বিশুদ্ধ চিন্তা-চেতনাধারী মধ্যপন্থার অনুসারী ছিলেন। তাঁর জীবন ছিল সাদাসিধে ও ইলমে হাদিস শাস্ত্রের খেদমতে নিবেদিত।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মামুনুল হক। তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন সালফে সালেহিন তথা স্বর্ণযুগের আলেমদের প্রতিচ্ছবি। তাঁর মধ্যে ইলম, আমল, জিহাদ, তাজদিদ তথা ইসলামের সংস্কার ও গোমরাহ ফিরকার মোকাবেলা সবকিছুর সমাহার ছিল। ইতিহাসে এমন ক্ষণজন্মা আলেম খুবই বিরল।

এছাড়াও আলোচনায় অংশ নেন পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী, নানুপুর ওবাইদিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতী জসিম উদ্দিন, হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ, নাজিরহাট বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী হাবিবুর রহমান কাসেমী, চারিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা ওসমান সাঈদী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মীর কাসেম, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা যুবাইর বাবুনগরী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মুফতী কুতুব উদ্দিন, মুফতী হারুন ইজহার, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদরিস নদভী, মাওলানা জাফর আহমদ, জনাব আহসান উল্লাহ, মাওলানা ফরিদ আহমদ আনসারী, মাওলানা হারুন আজীজি নদভী, মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা নূর হোসাইন নূরানী, মুফতী আজহারুল ইসলাম, মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা শরীফ উল্লাহ, মাওলানা ইলিয়াস হামিদী, ড. নূরুল আবছার আযহারী, ড. বেলাল নূর আজিজী, ড. ফরিদ উদ্দিন ফারুক, মাওলানা মাহমুদুল হাসান গুনবী, মুফতী ওসমান সাদেক, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা মাহমুদ হোসাইন, মুফতী শওকত, মাওলানা এমরান সিকদার, মুফতী আব্দুল হামিদ, মাওলানা নোমান আযহারী, মাওলানা ইরফান শাহ, মাওলানা আবু বকর, মুফতী মাসউদুর রহমান চৌধুরী, জনাব মোরশেদ আলম, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ এবং মাওলানা আসাদ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মুফতী মুহাম্মদ বাবুনগরী, মাওলানা নিজাম সাইয়্যিদ ও মাওলানা ইরফান সাদেক।


সম্পর্কিত খবর