

১০ সেপ্টেম্বর ২০২৫ এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা গতকাল বুধবার পরিদর্শন করেন অনুষ্ঠানের সভাপতি রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত মুরশেদে বরহক, গাউসে জামান পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)। প্রধান অতিথি ছিলেন, শাহজাদায়ে হুজুর কেবলা আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ)।
বিশেষ অতিথি ছিলেন, শাহজাদায়ে হুজুর কেবলা আওলাদে রাসূল সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (মা.জি.আ), আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সামশুদ্দিন, মোহাম্মদ সিরাজুল হক, মোহাম্মদ গিয়াস উদ্দিন শাকের, মুহাম্মদ আনোয়ারুল হক, জামেয়ার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ ও সদস্য সচিব কাজী আব্দুল আলীম রেজভী, উপাধ্যক্ষ ড. এ টি এম লিয়াকত আলী, আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনসারী, মুফতী আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, আল্লামা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান আলকাদেরী, ড. মোহাম্মদ কামাল উদ্দিন আযহারী, ড. মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখসহ জামেয়ার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
গাউসে জামান পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবিরশাহ (মা.জি.আ) অ্যাসেম্বলী শেষে জামেয়া ফাযিল ও কামিল স্তরে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় অভিনন্দন ও সংবর্ধনার সাথে হিফয বিভাগের ১২১ জন শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করেন। তিনি বলেন, জামেয়া সমগ্র বিশ্বে সুন্নি মুসলিম উম্মাহর জন্য ঈমান, আক্বীদা, বিশ্বস্ত ও নির্ভরতার এক অনন্য কেন্দ্রস্থল। ভবিষ্যতে জামেয়ার এ সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান পূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক নসিহত প্রদান করেন এবং জামেয়ার এ ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। শেষে জামেয়া অধ্যক্ষ কার্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। আল্লামা সৈয়দ সাবির শাহ বলেন, সভায় গভর্নিং বডি, শিক্ষকদের সারা দেশের প্রত্যন্ত অঞ্চঞ্চল হতে আগত শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনাদের।
মাশায়েখে হযরত কর্তৃক অর্পিত এ দায়িত্ব আমানতদারীর সাথে পালন করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি। হুজুর কেবলা কুতুবুল আউলিয়া আল্লামা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রা.) কর্তৃক প্রতিষ্ঠিত এশিয়াখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। শেষে দেশ ও জাতির সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত মুরশেদে বরহক, গাউসে জামান পারে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)।