

মিরসরাই থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থানা প্রাঙ্গণে এ আয়োজন হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে-তে সভাপতিত্ব করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন এসআই জাহেদুল ইসলাম আরমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নোমান আহম্মদ (পিপিএম)। তিনি বলেন, “মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সফলতা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককেই অপরাধ প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শিহাব উদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী, সাবেক সভাপতি বিপুল দাশ, নিজামপুর সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু সমিতির মহাসচিব শ্রীমৎ শাসনবংশ মহাথের, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনায় অংশগ্রহণকারীরা এলাকায় মাদকের বিস্তার, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতা, কিশোর অপরাধ ও সড়কে শৃঙ্খলার অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন।
এছাড়া মিরসরাই থানা এলাকায় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ওসি আতিকুর রহমান বলেন, “মিরসরাইকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সহযোগিতা জরুরি। মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ-জনতার একযোগে কাজ করতে হবে।”