শুক্রবার , ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরও

লংগদু মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নি কান্ড

রাঙামাটি লংগদু উপজেলার বৃহত্তম বাজার মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়দের তথ্যমতে জানা গেছে, বাজার লঞ্চঘাট সংলগ্ন নুর জাহান হোটেল থেকে এর সুত্রপাত।

এ সময় আশে পাশে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ারসার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী লংগদু মাইনী জোন, আনসার ব্যাটালিয়ন, জনসাধারণরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
পরে বিকাল প্রায় ৪-৫০ মিনিটে আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়।

তবে পুড়ে যায় সেখানে থাকা প্রায় ৫/৬ টি দোকান সহ -মালামাল। তবে আগুনের সুত্রপাত জানতে গেলে সেখানকার স্থানীয়রা আরো জানান, নুর জাহান হোটেলের দ্বিতীয় তালায় থাকার রুম বাড়া দেওয়া হয়, সেখান থেকেই নাকি আগুনের সুত্রপাত। তবে এ ব্যাপারেও সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর