

বাংলাদেশের প্রথিতযশা আলেম, হেফাজতে ইসলামের সাবেক আমীর ও হাটহাজারী মাদরাসার সাবেক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী ডাক বাংলো চত্বরে এ সভার আয়োজন করে আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) স্মারক প্রকাশনা পরিষদ।
সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বক্তারা বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন হাদিস শাস্ত্রের একজন বিশিষ্ট আলেম, ইসলামের খেদমতে আপোষহীন সংগ্রামী এবং মুসলিম উম্মাহর দুর্দিনের রাহবার। তাঁরা তাঁর শিক্ষা-দীক্ষা, শৈশব, পারিবারিক পরিচিতি থেকে শুরু করে হাটহাজারীতে বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।
প্রধান অতিথি মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলনে যখন নির্যাতনের ঝড় বয়ে যাচ্ছিল, তখনও তিনি মঞ্চে ছিলেন অটল। ক্ষমতাসীনদের আপোষের প্রলোভনকে তিনি কখনও গ্রহণ করেননি।”
সভাপতি খলিল আহমদ কাসেমী বলেন, “তিনি সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। হাদিস শাস্ত্রের খেদমত ও দ্বীনের প্রসার ছিল তাঁর জীবনের মিশন।”
প্রধান আলোচক আল্লামা মামুনুল হক বলেন, “আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন স্বর্ণযুগের আলেমদের প্রতিচ্ছবি। ইসলামী জ্ঞান, আমল ও আন্দোলনে তিনি ছিলেন অনন্য।”
সভায় আরও বক্তব্য রাখেন পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী, নানুপুর ওবাইদিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, হাটহাজারী মাদরা