রবিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশ

চট্টগ্রাম

পটিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে জুলুয়ার দিঘী পাড়স্হ ও গৈড়লার টেক পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়।

১৩ই সেপ্টম্বর(শনিবার) দুপুর ১টায় উপজেলার মহাসড়কে গৈড়লার টেক এলাকায় রাস্তা পার হতে গিয়ে শেখ মোহাম্মদ (৬০)নামের এক কৃষক জমিতে কাজ করতে যাবার পথে চার চাকার লেগুনা পরিবহনের চাপায় পড়ে ঘটনা স্হলে নিহত হন।সে ধলঘাট ইউনিয়নের গৈড়লা টেকের মৃত আবদুল হামিদের ছেলে।

অপরটি ঘটে মহাসড়কে বেলা সাড়ে ২টায় জুলুয়ার দীর্ঘির পাড়স্হ উপজেলার কচুয়াই ইউনিয়নে। স্থানীয়রা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পূর্রবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ গাড়ির চালক আবদুল কাদের (৪২) ঘটনা স্থলে নিহত হয়। সেই নোয়াখালী জেলার মুহাম্মদ কিবরিয়ার ছেলে। দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, পৃথক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২জনের মরদেহ ও ঢাকা মেট্রো খ ১৫-২০২১ নং পুরবী পরিবহনের বাসটি আটক করে থানায় নিয়ে আসে।


সম্পর্কিত খবর