হংকংয়ের বিপক্ষে সাত উইকেটে জিতে এশিয়া কাপ শুরু বাংলাদেশের। তবে বাংলাদেশের আজ কঠিন পরীক্ষা। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন রাত সাড়ে ৮টায় মাঠে নামছে লিটন দাসের দল। ভেন্যুও (আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম) অপরিবর্তিতই থাকছে।
শ্রীলংকা ও বাংলাদেশের ম্যাচ আলাদা উত্তাপ ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে হাইপ তোলা হয়। টি-টোয়েন্টি ফরম্যাটে সবশেষ দশবারের মুখোমুখিতে দুদলই সমান পাঁচটি করে ম্যাচ জিতেছে। শেষ দুটি ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসে এগিয়ে অবশ্য বাংলাদেশ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘স্ট্রেইট ফরওয়ার্ড ব্যাপার। আমাদের অ্যাপ্রোচ জেতার জন্যই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি আমরা। ফলে আত্মবিশ্বাস আছে। জয়ের লক্ষ্যেই মাঠে যাব। আমরা যেখানেই যাই বাংলাদেশি সমর্থকরা চলে আসেন। সবসময় আমাদের সাপোর্ট করে আসছেন তারা। সবাই অনেক ইমোশনাল। আশা করি এবারও তারা আমাদেরকে সাপোর্ট করবে।’
এশিয়া কাপের আগে তিন ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ওয়ানডেতে হারলেও, টেস্টে ড্র এবং জিতেছে টি-টোয়েন্টিতে। ফলে সেই আত্মবিশ্বাস শোনা গেল তানজিম সাকিবের কণ্ঠে, ‘এশিয়া কাপের আগে তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলেছি আমরা। আমরা জানি তারা কী করতে পারে। দলে ভালো কিছু প্লেয়ার রয়েছে। তাদের আটকাতে হবে আমাদেরকে।’
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.