রবিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গণমাধ্যম

পটিয়ায় অবৈধ রহস্য জনক মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন

 

চট্টগ্রামের পটিয়ায় অবৈধ রহস্য জনক মামলা প্রত্যাহারের দাবিতে ১৩ই সেপ্টেম্বর(শনিবার)পটিয়া বিএনপির অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন হাইদগাঁও ইউনিয়ন বাসী।

সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন,বির্তকিত মাষ্টার শ্যামল কান্তি দে গত ২৭/০৮/২৫তাং হাইদগাঁও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে প্রতিস্টিত ১৯ ব্যক্তিবর্গের নামে ১টা ভিত্তিহীন ও মিথ্যা মামলা দায়ের করেন।তাদের মধ্যে স্কুলে প্রতিস্টাতা পরিবারের সদস্য, ২/৩ বার পরিচালনা পরিষদের সভাপতি, স্কুলের দাতা সদস্য, মুক্তিযোদ্ধা এবং ইউনিয়ন, থানা পর্যায়ে বিএনপি পরিবারের সদস্য।

উল্লেখ ইউনিয়ন বিএনপির সেক্রেটারী,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উক্ত মামলার বিবাদী। বিএনপিকে ধ্বংস করার জন্য ৫ই আগষ্ট এর পরবর্তী দোসর, ফ্যাসিস্ট মাস্টার শ্যামল আওয়ামীলীগ কে প্রতিষ্ঠা করার জন্য এই মিথ্যা মামলাঅতিসত্বর দায়েরকৃত কল্পনিক এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

তিনি মামলায় বর্ণনা করেন যে-মাস্টার শ্যামল ঘটনার পর সিএনজি নিয়ে স্কুলে গেলেন,ফেইসবুকে লাইভে ছিলেন,২ঘন্টা স্কুলে অবস্থান করলেন,ব্যানার দিয়ে মিটিং করলেন,পুলিশ আনলেন, স্কুল ছুটি দিয়ে ছাত্রদের দিয়ে মিছিল করালেন,লাইভে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন এদেরকে চিনেন কিনা? উত্তরে তিনি বলেন চিনিনা, ৩/৪জন মুখোশধারী ছিলেন।সাথে থাকা মহিলা শিক্ষিকা বলেন, চিনিনা,সিসি ক্যমেরা থাকলেও ভিডিও ফুটেজ নাই,ডাকবাংলো ৪/৫জন মুখোশধারী তাকে ফলো করলে তিনি নিরাপদ স্থানে গেলেন না কেন?স্কুল থেকে এম্বুলেন্স করে হাসপাতালে যাবার রহস্য কি?লাইভে বলেন এরা৪/৫ জন,মামলা করলেন সহপাঠী সিনিয়র শিক্ষক সহ ১৯জনের বিরুদ্ধে।

এলাকাবাসী মন্তব্য করেন যে,মারামারির নাটক সাজিয়ে স্কুলে আনিত তার বিরুদ্ধে অভিযোগ ও চলমান বিভিন্ন তদন্ত রিপোর্ট ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং পুনরায় আওয়ামীলীগকে প্রতিষ্টতা করতে হীন কৌশল।

প্রতিবেদন পাঠ করেন, বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপস্থিত ছিলেন, ওবায়দুল হক রিকু,মীর সাইফুর রহমান, ফোরকান বাবু,জাহিদ,আবদুল কাদের, ওসমান, ফারক সানি,কাজিমুদ্দিন,আয়ুব আলী হিরো,ইব্রাহিম,মহিউদ্দিন রানা,মোরশেদ, আলম,ইমন,জামাল উদ্দিন প্রমুখ।


সম্পর্কিত খবর