

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মিনা কনভেনশন হলরুমে গাজী কে ডি ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ই সেপ্টেম্বর(শনিবার)এক হাজার কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুস্টিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজী কে ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড। তাই আমাদের শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করতে হবে।অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে।আমরা যে পেশায় থাকি না কেন মানুষের কল্যাণে নিজেকে নিয়োগ করতে হবে। মনে রাখতে হবে মানুষের জন্য কাজ করাটা আনন্দের ব্যাপার।শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হবার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।তিনি আরো বলেন, গুরুজন দের সম্মান করা,মা বাবাদের বৃদ্ধাশ্রমে পাঠিও না।তাদের সেবা করলে শিক্ষার্থীদের বাস্তব জীবনে সফলতা আসবে।
“এসএসসি রিসেপশন অ্যচিভার্স ২০২৫”অনুস্টানের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠানে সেশন স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন রেনকন এফসি প্রপাটিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিপন, বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড.নসরুল কাদের, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আন্তর্জাতিক ব্যবসা পরামর্শক আলী নেওয়াজ চৌধুরী, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক এস এম জমির উদ্দিন,জেলা প্রশাসকের এডমিনিস্ট্রেট পবন কান্তি দাশ।অনুস্টান সহযোগিতায় কাজী হেলাল উদ্দিন, সাঈদ উদ্দিন সাব্বির, কাজী মোজাম্মেল হক,আশরাফ ইফতি,ইবরাহীম, মজিদ, তম্ময় প্রমুখ।