

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মাসুদ ডেইরী পোল্ট্রি অ্যান্ড ফিসারিজে ডেইরি ফার্মের দূর্ধষ ডাকাতি ঘটনা সংঘটিত হয়।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে ২টায় ৪/৫ জন মুখোশধারী লোক অস্ত্রশস্ত্র নিয়ে ডেইরি ফার্মের ৪জন নিরাপত্তাকর্মী দের হাত-পা বেঁধে বেঅফিস কক্ষে থেকে আড়াই লাখ টাকা নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায় ডাকাতরা।
মাসুদ ডেইরী পোল্ট্রি অ্যান্ড ফিসারিজে প্রতিষ্ঠানটির সুপারভাইজার মোহাম্মদ ফজলুল কাদের জানান, গত শনিবার রাত ২ টায় অস্ত্র নিয়ে চার পাঁচ জন মুখোশধারী ডাকাত ফার্মের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা ৪ জন নিরাপত্তাকর্মীদের মধ্যে মো সাইফুদ্দিন, মো সামশুল আলম, মংসিন চাকু ও হযরত আলীকে ধরে হাত-পা বেঁধে তিন তলার একটি কক্ষে আটকে রাখে। ওই সময় ডাকাতরা ভয় দেখিয়ে মারধর করে সিসিটিভির ডিভিআর মেশিন কোথায় আছে জানতে চায়। এরপর কক্ষের বাইরে তালা ঝুলিয়ে ডাকাতদল দ্বিতীয় তলার অফিস কক্ষে প্রবেশ করে। আলমারি ও তালা ভেঙে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা লুট করে। সিসিটিভি ফুটেজ নষ্ট করার উদ্দেশ্যে তারা ক্যামেরার ডিভিআর মেশিনটিও নিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: নুরুজ্জামান এ বিষয়ে খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ আলামত সংগ্রহ করে
শিঘ্রই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান।