

চট্টগ্রামের পটিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের খ্যাতি অর্জনকারী আলজামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদীস, প্রদান মুফতি ও মুহতামিম আল্লামা হাফেজ আহমদুল্লাহ(রহ.) এর জানাযায় হাজারো মানুষের ঢল।
গতকাল ১৪ই সেপ্টেম্বর (রবিবার)সকাল ৬টা৫০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহ –রাজেউন) মৃত্যু কালে তার বয়স ছিল ৮৪।রবিবার রাত ৯টায় জামিয়ার মাঠ প্রাঙ্গনে জানাযায়র নামাজ ঘোষণা করার পর পর দুরদুরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে জামিয়ার দিকে। দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম থেকে মানুষ দলবেঁধে ট্রেনে বাসে জানাযায় শরিক হবার জন্য জামিয়ার মাঠে জড়ো হয়। অল্প কিছক্কণের মধ্যে জামিয়ার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় মানুষ।রাস্তা হতে মাদ্রাসায় ঢুকতে এক কঠিন সাধ্য হয়ে পড়ে।
রাত ৯টায় নামাজ অনুস্টিত হবার থাকলেও মানুষের প্রচন্ড চাপে সাড়ে ৯টায় নামাজ অনুস্টিত হয়।
তিনি আনঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ সহ-সভাপতি, ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশর পৃষ্ঠপোষক এবং স্বেচ্ছাসেবী সংগঠন সালসাবিলের প্রধান উপদেষ্টা।আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজাহিদে মিল্লাত মাওলানা শাহ আহমদ হাসান (রহ.) এর নাতি।
তার পিতার নাম মরহুম মুহাম্মদ ইসা। তার জন্ম পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে ১২মে ১৯৪১ইং।জানাযার নামাজের পর জমিরিয়া মাদ্রাসার মাকামে আজিজিয়া কবরস্থানে মর্যাদার সাথে দাফন করা হয়।