রবিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশ

চট্টগ্রাম

পটিয়ায় লবণ মিলে আগুন

 

চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসভার ইন্দ্রপুলস্হ লবণ মিলে আগুন লেগে ২টি মিল ভস্মীভূত।

গতকাল ১৫ই সেপ্টেম্বর (সোমবার)রাত ৯টা বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে সৃষ্টি হওয়া আগুনে পুড়ে পটিয়া সল্ট ও জে কে সল্ট নামের দুটি লবণ মিল ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনা স্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পটিয়া ফায়ার সার্ভিসের টিম কমান্ডার প্রদীপ ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত ঘটতে পারে।
পটিয়া ইন্দ্রপুল লবণ মিল ব্রোকার সমিতির সেক্রেটারী কিশোর দাশ বলেন,উপরে ধোঁয়া উঠতে দেখে মিলের শ্রমিক কর্মচারী পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে।ফলে আগুন ছিটকে পড়েনি।

পটিয়া সল্টের ম্যানেজার মো: কাইছার বলেন,ফায়ার সার্ভিসের পানিতে ভিজে ও আগুনে পুড়ে প্রায় ২০লাখ টাকার লবণের ক্ষয়ক্ষতি হয়।লবণ মিল মালিক সমিতির সভাপতি জসিমউদদীন বলেন, মিলের ভেতর থাকা কাচাঁমাল ও মুল্যবান যন্ত্রপাতি আগুনে পুড়ে নস্ট হয়ে যায়।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, খবর পাওয়া মাত্র,আমাদের ইউনিড দ্রুত ঘটনা স্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যার ফলে আগুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েনি।হতাহত তেমন হয় নি।


সম্পর্কিত খবর