

চট্টগ্রাম কক্সবাজার রুটে ভোরে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী একটি ট্রেন চালু করতে যাত্রী সাধারণ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে।বর্তমান কক্সবাজার রুটে যে ৪জোড়া ট্রেন চলাচল করে তা পর্যটকদের সময়নুযায়ী।চাকুরীজীবি,শিক্ষার্থীদের,বিভিন্ন পেশজীবিদের কাজে আসছে না।ভোরে যদি কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী একটি ট্রেন চালু করা হয় তা কাজে আসবে বলে মন্তব্য করেন বিভিন্ন পেশাজীবিগণ।
সৈকত ও প্রবাল ট্রেন ২টি উদ্বোধনের পর হতেই অনিয়মিত ২/৩ ঘন্টা বিলম্বে চলাচল করে আসছে। প্রতিনিয়ত শিডউল বিপর্যায়ের শিকার। ফলে যাত্রী সাধারণ বিড়ম্বনার শিকার হয়ে রেল কতৃপক্ষ থেকে দিন দিন আস্হা হারিয়ে ফেলছে।তেমনি লাখ লাখ টাকা রাজ্বস আয় থেকে বন্চিত হচ্ছে।যার ফলে যাত্রী সাধারণ ভোগান্তী সহ্য করতে না পেরে আবার বাসমুখী হয়ে পড়বে।
চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার যাত্রী কল্যাণ পরিষদ যাত্রীদের সুবিধার কথা ভেবে রেল কতৃপক্ষের নিকট ভোরে নতুন ট্রেন চালুর দাবী ও সৈকত, প্রবাল ২টি ট্রেন নিয়মিত শিডিউল টাইমে চলাচলের দাবীতে রেলওয়ে মহা ব্যবস্হাপক(পূর্ব) সিআরবি মোহাম্মদ সুবক্তগীনের নিকট স্মারক লিপি প্রদান করেন।
এই সময়ে উপস্থিত ছিলেন রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে চীফ অফিসার ও বিভাগীয় কর্মকর্তাগণ।সংগঠনের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন,সদস্য মো: লিয়াকত আলী,আহম্মদ উল্লাহ, সাইফুল আলম,রুবেল সেন প্রমুখ।