আজ ১৭ই সেপ্টেম্বর'২৫ রোজ বুধবার রাতে দক্ষিণ কাট্টলীস্থ পপুলার কমিউনিটি সেন্টারে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের অন্তর্গত বাসন্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাসন্তী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উঠান বৈঠক ১১ নং দক্ষিণ কাট্টিল ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সোলাইমানের সভাপতিত্বে ও জনাব এডভোকেট শেখ জোবায়ের মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ❝গত ১৫ বছর আওয়ামী নির্যাতন সহ্য করেছি, পালিয়ে যাই নাই, হারিয়ে যাই নাই। আমি আপনাদেরই মানুষ, আপনাদের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় পক্ষে জনমত গঠন করে সৎ নেতৃত্বকে সংসদে পাঠানোর দায়িত্ব আপনাদের।❞
উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হালিশহর থানা জামায়াতের আমীর জনাব ফখরে জাহান সিরাজী ও হালিশহর থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব আবুল হাশেম চৌধুরী, সমুদ্র অঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারী জনাব মাকসুদুর রহমান, মহল্লা কমিটির সভাপতি ফেরদৌস খান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.