চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩— এর অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।
অনুষ্ঠানে তিনি সংস্কারকৃত স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সংস্কার কার্যক্রমের আওতায় হাসপাতালের ভবন মেরামত, স্যানিটেশন উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এছাড়া আধুনিক ইলেক্ট্রো-মেডিকেল সরঞ্জাম আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
অপারেশন প্যাসিফিক এঞ্জেল মূলত বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের একটি যৌথ মহড়া, যার লক্ষ্য মানবিক সহায়তা, চিকিৎসা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। এর মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.