কক্সবাজারের উখিয়ায় একটি বন্যহাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে বন বিভাগ ও স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এটি কোনো হত্যাকাণ্ড নাকি প্রাকৃতিক মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হতে বন বিভাগ ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের দোছড়ি রফিকের ঘোনা এলাকায় স্থানীয়রা মৃত অবস্থায় হাতিটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।
দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে তারা মৃত হাতিটিকে দেখতে পান। যার মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল।
খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের একজন ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এরপর বন বিভাগের তত্ত্বাবধানে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
স্থানীয়দের ধারণা, হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিংবা শিকারিদের আক্রমণের শিকার হয়ে মারা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কক্সবাজারের এই অঞ্চলে মানব-হাতি সংঘাত একটি বড় সমস্যা।
বনভূমি কমে যাওয়া, আবাসস্থল ও খাদ্য সংকট এবং হাতি চলাচলের করিডরগুলোতে মানুষের বসতি স্থাপনের কারণে প্রায়শই এমন ঘটনা ঘটে থাকে। অনেক সময় ফসল রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখলে তাতে হাতি আটকা পড়ে মারা যায়। কিংবা বিষ প্রয়োগের মতো ঘটনাও ঘটে থাকে।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.