শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নুরের নবী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান ওয়ায়েজ ছিলেন ব্যারিস্টার সুলতান আহম্মদ ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা মো. বোরহান উদ্দিন। বিশেষ ওয়ায়েজ ছিলেন সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোশারফ হোসেন লিটু চৌধুরী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো. ফজলুল হক, হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মফিজুল ইসলাম, সমাজ সেবক, শিক্ষানুরাগী মোহাম্মদ ছালাহ উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জিয়াউল হক, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্মআহবায়ক কামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর