রবিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

আনোয়ারায় মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে এক জেলে নিখোঁজ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম আরিফ (৩০)। তিনি রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে আরিফ ছিলেন সবার বড়। সংসারে তাঁর স্ত্রী ও দুই বছরের এক সন্তান রয়েছে।

স্বামীর সন্ধান না পেয়ে কান্নাজড়িত কণ্ঠে আরিফের স্ত্রী বলেন, “আমার স্বামী মাছ ধরেই সংসার চালাতো। আমার দুই বছরের বাচ্চা আছে। ওকে ছাড়া আমি কীভাবে বাঁচবো?”

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি রায়পুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ জানান, হাঁটু পানি থেকে নৌকায় উঠতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যান আরিফ। স্থানীয় শতাধিক জেলে ও গ্রামবাসী খোঁজাখুঁজি চালালেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি অভিযোগ করে বলেন, “ঘটনার পর নৌ–পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেওয়া হলেও বিকেল ৫টা পর্যন্ত তাঁরা ঘটনাস্থলে পৌঁছাননি।”

বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, “আমরা খবর পেয়েছি। উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্রুত নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালানো হবে।”


সম্পর্কিত খবর