চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ড. মো. মনজুরুল কিবরিয়া এই বছর ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন। বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর পানি ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে গবেষণা ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নাম ঘোষণা করেন বিশ্বখ্যাত নদী সংরক্ষক মার্ক অ্যাঞ্জেলো, যিনি ‘ওয়ার্ল্ড রিভার্স ডে’র প্রতিষ্ঠাতা। ড. কিবরিয়ার হাতে সনদ, ক্রেস্ট ও অর্থ তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পুরস্কার প্রাপ্তির পর ড. কিবরিয়া সাংবাদিকদের বলেন, “যেকোনো পুরস্কার পাওয়া আনন্দের। তবে আমার কাছে মনে হয় প্রতিটি পুরস্কার এক একটি দায়িত্ব।
তিনি আরও জানান
বিভিন্ন বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতার কারণে অনেক সময় চিন্তা করি আর নদী নিয়ে কাজ করবো না। কিন্তু এই পুরস্কারগুলো প্রাপ্তিতে আমি নদীকে ছাড়তে চাইলেও নদী আমাকে ছাড়ে না। আবার নতুন করে শুরু করতে হয়।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.