

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর ব্যবস্হাপনায় ও চট্টগ্রাম ১২(পটিয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা.মোহাম্মদ ফরিদুল আলম এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
২৬শে সেপ্টেম্বর( শুক্রবার) বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বড়লিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে, ডা.মোহাম্মদ ফরিদুল আলম উদ্বোধন করেন এই চিকিৎসা সেবা ক্যাম্প।এতে চিকিৎসকদের মধ্যে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ,শিশু বিশেষজ্ঞ এবং চর্মরোগ বিশেষজ্ঞ।চিকিৎসক গণ সকল ৯টা হতে চিকিৎসা সেবা শুরু করেন।প্রায় ৪শতের উপরে চিকিৎসা সেবা গ্রহণ করতে দেখা যায়।শত শত রোগীদের প্রচন্ড ভীড় দেখা যায়।
উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে ডা.ফরিদুল আলম বলেন, চিকিৎসা সেবা একটি ইবাদতের অংশ। চিকিৎসা সেবা পেয়ে যদি হাজার হাজার রোগী খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন।আর তাদেরই দোয়ার বরকতে মানবসেবার হাত প্রসারিত করতে পারব।মানব সেবার বিকল্প নেই।
এই সময়ে উপস্থিত ছিলেন,পটিয়া উপজেলার জামায়াতের আমীর মুহাম্মদ জসিম উদ্দিন, নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন, স্হানীয় মসজিদ কমিটির সভাপতি গাজী মুহাম্মদ ইকবাল সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।