রবিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইন আদালত

পটিয়ায় ভিডিও ফুটেজ সনাক্ত করে তিনচোর আটক করে পুলিশ

চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসভার প্রতিদিন চুরির ঘটনা ঘটে।

গতকাল ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাবিলাসদ্বীপ ইউনিয়ন ঘরে কেউ না থাকার সুযোগে চোরেরদল বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ৫ভরি স্বর্ণ,১লাখ টাকা নিয়ে যায়।

গত ২৬শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধা ৭টায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন কাজি পাড়া গ্রামের উত্তর হাইদগাঁও ব্যবসায়ী মানিকের ঘরে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঢুকে ৩ভরি স্বর্ণ,নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়।

গত ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ইন্দ্রপুল লবণ কারখানায় লবণ চুরি করে নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ ধরা পড়ে। পুলিশ ভিডিও ফুটেজ পেয়ে ৩জন চোরকে ধরতে সক্ষম হন।

এরা হলেন ১/নাঈম উদ্দিন আরফাত(২২)পীং-মৃত জাহাঙ্গীর আলম, মাতা-শাহারা বেগম (বাচ্চু)সাং-সুচক্রদন্ডী,২নং-ওয়ার্ড,পৌরসভা পটিয়া। মো: আল আমিন হোসেন (জিবন),পিতা -মৃত আবুল হোসেন, মাতা-তছলিমা আক্তার, সাং-সুচক্রদন্ডী,২নং ওয়ার্ড পৌরসভা পটিয়া, মোঃশাহআলম(৪৫),পীং-মৃত আবদুল ছত্তার,মাতা-ফুল মেহেরী,কাগজীপাড়া,১নং ওয়ার্ড পৌরসভা- পটিয়া।

পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, এদের বিরুদ্ধে থানায় চুরির মামলা আছে, তাই এদের গ্রেফাতার করা হল,আইনগত নুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।


সম্পর্কিত খবর