রবিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

বাইশারীতে রাবার চুরি রোধে রাবার মালিক সমিতির সংবাদ সম্মেলন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার চুরি রোধে উদ্ভূত পরিস্থিতি ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাইশারী রাবার মালিক সমিতি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাইশারী বাজারস্থ রাবার মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মৌলানা মো. রফিক বসরী। তিনি বলেন, “সম্প্রতি বিভিন্ন রাবার বাগান থেকে বারবার চুরির ঘটনা ঘটছে। এতে মালিকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাইশারী একটি শিল্প এলাকা। এভাবে চুরি-ডাকাতি চলতে থাকলে এই শিল্পকে আর টিকিয়ে রাখা সম্ভব হবে না। হাজারো শ্রমিক কাজ করছে এসব বাগানে, সরকার পাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। কিন্তু প্রতিনিয়ত রাবার চুরি হলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেবে।”

তিনি আরও জানান, রাবার চুরির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। শিগগিরই যৌথভাবে নিরাপত্তামূলক উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি মালিকদের সজাগ থাকার আহ্বান জানান।

সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, “রাবার চোরদের কারণে রাবার শিল্প নগরি বাইশারী আজ হুমকির মুখে। চোর ঠেকাতে প্রশাসনের পাশাপাশি আমাদেরও সজাগ থাকতে হবে।”

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্ডু, সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ছলিম উল্লাহ, রাবার মালিক সমিতির সদস্য মোঃ আল আমিনসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।


সম্পর্কিত খবর