

‘নিজেকে দক্ষ গড়ে তুলুন বেকারত্বকে না বলুন’-
এই স্লোগান ধারণ করে মিরসরাই উপজেলার প্রথম মোবাইল সার্ভিসিংয়ের ইনস্টিটিউট অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের মোবাইল সার্ভিসিং কোর্সের বিভিন্ন ব্যাচের বিদায় ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কোর্স সম্পন্ন করা ৪০ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল গবেষক, মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ড. কামাল উদ্দিন।
অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপুর সভাপতিত্বে এবং নুর নবী সবুজের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, ট্রেইনার ইমাম হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল উদ্দিন বলেন, মিরসরাইয়ের দিকে এখন পুরো বিশ্বের চোখ, সবাই মিরসরাই ইকোনমিক জোনে ছুটে আসছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান হবে ৩০ লাখের বেশি মানুষের অথচ পুরো মিরসরাইয়ের জনসংখ্যা ৫ লাখেরও কম, কাজেই আমাদেরকে দক্ষতা অর্জন করে নিজের এই অর্থনৈতিক অঞ্চলে সুযোগ করে নিতে হবে। এছাড়াও তিনি মিরসরাইয়ের বেকার অদক্ষ যুবকদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিটি ইউনিয়নে টেকনিক্যাল স্কুল স্থাপনের জন্য সবাইকে কথা বলার এবং এগিয়ে আসার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপু বলেন, আগামীতে মোবাইল সার্ভিসিং কোর্সের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সসহ বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনা করছি।