বোয়ালখালীতে সাপে কাটা রোগী হাসান রেজা (৫) বছরের এক শিশু। বিষধর সাপটি নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় এই ঘটনা ঘটে।
সাপে কাটা শিশুটির মা বলেন, টেবিলে ড্রয়ারে হাত দিলে সেখানে থাকা বিষধর সাপটি কামড় দেয়।
জানা গেছে, গ্রিন পিট ভাইপার এটি বিষাক্ত সাপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় প্রাণী। এটি এর উজ্জ্বল সবুজ রঙের জন্য পরিচিত এবং বিশ্বের সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ আজমাইন বলেন,৫ বছরের শিশুকে গ্রিন পিট ভাইপার নামের সাপে কামড় দেয়। বর্তমানে ওই রোগী পর্যবেক্ষণে রয়েছে।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.