

চট্টগ্রামের মিরসরাইয়ের জনপ্রিয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রনি কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের ১৮তম লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসা হলরূমে ৩/৬ মাস মেয়াদি অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৩ জন নারী পুরুষ পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরিক্ষায় পরীক্ষক হিসেবে ছিলেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাং শফিকুল ইসলাম নিজামী। হল পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল্লাহ আল নোমান।
জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অফিস অ্যাপ্লিকেশন কোর্স, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া কোর্স এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রশিক্ষণে কাজ করছে। এছাড়া অন্যন্য কম্পিউটার সেবা ও প্রিন্টিং সেবা নিয়ে কাজ করছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ১৫ টি প্রশিক্ষণে অন্তত ৪ হাজারেরও বেশী পরীক্ষার্থী কোর্সে অংশ নেন। ৩/৬ মাস কোর্স শেষে লিখিত ও ব্যাবহারিক পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (১১৬০০-১৬) সনদ প্রদান করা হয়।
পরীক্ষক আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাং শফিকুল ইসলাম নিজামী বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি জ্ঞান ছাড়া শিক্ষিত হওয়ার পরও বাস্তব জীবনে সফল হওয়া কঠিন। রনি কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে তরুণ-তরুণীদের আধুনিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে সময়োপযোগী একটি উদ্যোগ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তা শিক্ষার্থীদের কর্মমুখী করে তুলছে এবং তাদের জীবনে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করছে।