

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জামায়াত কোনো সাম্প্রদায়িক দল নয়; বরং তারা বনি আদমের কনসেপ্টে বিশ্বাসী। তাঁর মতে, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে। সমাজ থেকে সাম্প্রদায়িকতার শিকড় উপড়ে ফেলা হবে, ইনশাআল্লাহ।
২৭ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর পিলখানা পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, জামায়াত সরকার গঠন করলে দেশে আর ‘সংখ্যালঘু’ শব্দের কোনো প্রয়োগ থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিলখানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন দাশ। সাধারণ সম্পাদক বাবপু দাশ, সহ-সাধারণ সম্পাদক অ্যাপোলো বিশ্বাস এবং শংকর পাল মামুনও উপস্থিত ছিলেন। এ সময় পূজা উদযাপন পরিষদের সদস্যরা অতিথিকে স্বাগত জানান।
প্রধান অতিথি হেলালী পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশ বহু ধর্ম-বর্ণের মানুষের মিলনস্থল। এ দেশে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হলে পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে হবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অ্যাপোলো বিশ্বাস। তিনি জামায়াত নেতার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, যে কোনো রাজনৈতিক দলের উচিত সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা।
স্থানীয় এলাকাবাসীও এ সময়ে উপস্থিত থেকে পূজা উদযাপন পরিষদের কার্যক্রমকে সমর্থন জানান। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক।