বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, বঙ্গবন্ধু ল’টেম্পল শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

আইনের শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” বঙ্গবন্ধু ল’ টেম্পল শাখা, চট্টগ্রাম মহানগর গত (১৩ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি “এডভোকেট শহিদুল ইসলাম টিটু”, সহ-সভাপতি ” মোঃ সোলায়মান ও সাধারণ সম্পাদক “এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবু ” স্বাক্ষরিত এক বিবৃতিতে ৪৬ সদস্যসের এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি “মোঃ আসাদুজ্জামান নূর (রনি) সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি দিদার হোসাইন ও শাহীন আক্তার সঞ্চলনায় ২৯শে অক্টোবর কলেজ অডিটোরিয়ামে “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” বঙ্গবন্ধু ল’ টেম্পল শাখা পরিচিত সভা-২০২৩ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক মোঃ বাহার উদ্দিন ও গীতা পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক রাজদীপ আচার্য্য।

পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সম্পাদক মন্ডলী সদস্য মোঃ কোরবান আলী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মাবুদ মারুফ,  সহ-সভাপতি আমির হাছান নিলয়, সুজন দাশ, সাধারণ সম্পাদক জয় বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক রাজদীপ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক নয়ন সোলায়মান, প্রচার সম্পাদক অজিত সরকার, সহ- অর্থ সম্পাদক আতাউল গণি ওসমানী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাজেদ উল্লাহ, সহ- সম্পাদক আব্দুল মান্নান খাঁন, মোঃ ওসমান গণি, আব্দুল মান্নান, কার্যকরী সদস্য মুনীর চৌধুরী, তৃপ্তি দাশ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু আর্দশ সমুন্নত লক্ষে আইনের ছাত্রদের ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, সুষ্ঠ সমাজ, রাষ্ট্র বিনির্মাণে বিশ্ব মানবতার আলোকবর্তিকা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয় সুনিশ্চিত করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি

মতামত দিন