বিএসটিআই’র অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

বিএসটিআই’র অভিযানে ১,৫০,০০০/- টাকা জরিমানা ও অবৈধ মালামাল ধ্বংস। 

অদ্য ২রা অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুসারে পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় লাভ ল্যান্ড, ৯৬১/বি, খিলগাঁও, ঢাকা-কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা ও একই এলাকায় মীনা সুইটস এন্ড কনফেকশনারীজ-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুসারে বাধ্যতামূলক স্ক্রিন ক্রিম পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় লাভ ল্যান্ড, ৯৬১/বি, খিলগাঁও, ঢাকা-কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা ও মীনা সুইটস এন্ড কনফেকশনারীজ-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

মতামত দিন