ঢাকা | বঙ্গাব্দ

নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে নগরফুলদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 5, 2025 ইং
নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে নগরফুলদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: শিক্ষাসামগ্রী বিতরণ
ad728
রেজাউল মোস্তফা,চট্টগ্রাম। 

নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর সকালে চট্টগ্রাম সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর বিভাগীয় প্রধান ও শাখা প্রধান জি.এম. আহমেদ ইকুবাল। তিনি বলেন, “এমন মানবিক উদ্যোগে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও নগরফুলের সঙ্গে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর মার্কেটিং ও কমার্শিয়াল কর্মকর্তা মারিয়ম খান;
নগরফুলের সভাপতি মুহাইমিনুর রহমান মাহিম; নগরফুলের সাধারণ সম্পাদক সদিয়া ইসলাম; সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম; অর্থ সম্পাদক অমিত ভট্টাচার্য্য; সাংগঠনিক সম্পাদক এম.জি. রহমান; ওয়ান-এর মার্কেটিং ও কমার্শিয়াল ম্যানেজার রুমানা আফরোজা;
ওয়ান-এর ম্যানেজার আতিকুর রহমান;
এছাড়া নগরফুলের প্রজেক্ট ডিরেক্টরসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।

নগরফুলের সভাপতি মুহাইমিনুর রহমান মাহিম তাঁর বক্তব্যে ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। প্রধান অতিথি বক্তব্যের শেষে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন