মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধিঃ
আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) রাঙ্গামাটি জেলা ইউনিট ও লংগদু উপজেলা টিমের উদ্যোগে অত্যন্ত সফলভাবে দিবসটি পালিত হয়েছে।
স্বেচ্ছাসেবকদের ত্যাগ ও অবদানকে সম্মান জানাতে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
ভারপ্রাপ্ত দলনেতা রফিকুল ইসলাম রনি-এর সার্বিক তত্ত্বাবধানে দিনের কার্যক্রম শুরু হয় এক বর্ণাঢ্য র্যালি মাধ্যমে র্যালিটি লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ভলান্টিয়ারদের সম্মাননা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ষসেরা শ্রেষ্ঠ ভলান্টিয়ারদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া। তাদের নিরলস সেবা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল (সহকারী প্রধান শিক্ষক, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো: হোসেন।
আবিদুর রহমান জিহাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আয়োজকরা এই বিশেষ দিনে সকল স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই মানবিক পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট